হাটহাজারীর মির্জাপুরে মহামারি করোনা বিষয়ে সচেতনতা মুলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্হানীয় গৌতমাশ্রম বিহার পরিচালনা কমিটি ও গ্রামবাসী হাটহাজারী ও ফটিকছড়ি অঞ্চলের আঞ্চলিক সংঘনায়ক এবং মির্জাপুর জন্মজাত বিদর্শন সাধক যথাক্রমে ভদন্ত আয্যশ্রী মহাথেরো, শ্রদ্ধালংকার মহাথেরো এবং উপতিষ্য মহাথেরো এর প্রয়ান বার্ষিক উপলক্ষে আয়োজিত স্মরন সভায় করোনা বিষয়ক সচেতনতামুলক সভার আয়োজন করা হয়। মির্জাপুর গৌতমাশ্রম বিহারের ৬ষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে শনিবার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পালি কলেজ ও গৌতমাশ্রম বিহারে অধ্যক্ষ ভদন্ত শাসনানন্দ মহাথের। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডঃ জ্ঞানরতœ মহাথেরো। প্রধান আলোচক ছিলেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম ইমতিয়াজ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক ভদন্ত বুদ্ধপ্রিয মহাথেরো, যুগ্ম সম্পাদক ডঃ বুদ্ধপাল মহাথের। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, হাটহাজারী বৌদ্ধ কল্যান পরিষদ ও ধর্মানন্দ ধর্মপ্রিয় স্মৃতি ট্রাষ্ট এর সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া, সমাজকর্মী বিজয় দর্শন বড়ুয়া ও আবুল কালাম মানিক। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী মনোরঞ্জন বড়ুয়া, মুক্তিযোদ্ধা অনিল কান্তি বড়ুয়া, প্রগতি সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা হরিপদ বড়ুয়া, বসুবন্ধু বড়ুয়া, সংঘের সভাপতি সুব্রত বড়ুয়া বন্দন, সেনা বাহিনীর সার্জন( অবঃ) রিশু তোষ বড়ুয়া, রুবেল চৌধুরী, অপু বড়ুয়া, মানিক বড়ুয়া, লোকনাথ বড়ুয়া দিগন্ত বড়ুয়া প্রমুখ।