দুটি মামলার তদন্তের জন্য জম্মু ও কাশ্মীরের ১৪ টি পৃথক স্থানে অভিযান চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।জম্মুর সুনজওয়ান ছাড়াও কাশ্মীরের শোপিয়ান, অনন্তনাগ এবং বনিহালে এনআইএ'র এই অভিযান পরিচালিত হচ্ছে। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।
জম্মু বিমানবন্দরের কাছে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে ভারতীয় সামরিক স্থাপনায় ড্রোন হামলার কয়েক সপ্তাহ পর এই অভিযান চালানো হচ্ছে। অন্য মামলাটি সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-মোস্তফার সাথে যুক্ত, যা সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের নির্দেশে কাজ করে থাকে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা।