নোয়াখালী সেনবাগে গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে স্বামী -স্ত্রী সহ ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সেনবাগ পৌরসভার ৮ নং ওয়ার্ডের চাঁদপুর মৌলভী বাড়িতে করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার স্ত্রী শাহনাজ বেগমের মৃত্যু ২৪ ঘন্টা পর স্বামী আবদুল মতিনের মৃত্যু হয়েছে। একই পরিবারের স্বামী - স্ত্রী মৃত্যৃর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে বৃহস্পতিবার দুপুরে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ করোনার স্যাম্পল দিয়ে আসার ৪ ঘন্টা পর উপজেলার কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামে দরগা বাড়ির মোঃ আবদুল খালেক (৬৫) নামের এক ব্যাক্তি মারা গেছে।
এব্যাপারে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএর রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ( এমওডিসি) করোনার ফোকাল পার্সন ডাক্তার নির্ময় পাল শুক্রবার বিকাল ৫টার সময় স্বামী- স্ত্রী ও বৃদ্ধ করোনার উপসর্গ নিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।