আপনাদের নিশ্চয়ই মনে আছে ইসরাইলি বোমা হামলায় নিহত ফিলিস্তিনি শিশুর ক্ষত-বিক্ষত শরীরের বিশ্ব তোলপাড় করা ছবির কথা? সেই সাথে তার উক্তি "তোমরা অন্যায়, অবিচার আর রক্তের হোলিখেলায় ব্যস্ত, তা আমি সৃষ্টিকর্তাকে বলে দেবো। তিনি তোমাদের শাস্তি দেবেন।" হ্যাঁ। বছর দু'আড়াই আগে এটা সবাইকে হতবাক করেছে। সাথে বিশ্বের দেশে দেশে অতি বৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, পাহাড়ধস, অগ্নি উৎপাতে মানুষের জানমালের ক্ষতি সাধন হলেই অনেকেই বলে উঠেছেন, শিশুটি নিশ্চয়ই সৃষ্টিকর্তার কাছে অভিযোগ করেছে এবং সৃষ্টিকর্তা ক্ষুব্ধ হয়ে মানুষকে সতর্ক করছেন। ধর্মতত্ত্ববিদরা এটা সমর্থন করলেও বিজ্ঞান মনস্ক মানুষেরা বলছেন, ভূপৃষ্ঠের গাছগাছালি ধ্বংস, কলকারখানার নিসৃত ধোঁয়া আর মানুষ কর্তৃক প্রকৃতি ধ্বংসের নৃসংশ খেলা বিশ্বের জলবায়ু পরিবর্তনে সহায়তা করেছে। আর তাই প্রকৃতি মানুষের ওপর প্রতিশোধ নিচ্ছে বন্যা, জলোচ্ছ্বাস, পাহাড় ধস ও অগ্নিউৎপাতের মাধ্যমে। ধর্মতত্ত্ববিদ ও বিজ্ঞান মনস্ক মানুষের মধ্যে বিতর্কে যাই বলা হোক না কেন বাস্তবতা হচ্ছে, মানুষের জীবন এখন প্রকৃতির কাছে জিম্মি। কখন কি ঘটে বলা যায় না?
আর তার বাস্তব প্রমাণ হচ্ছে সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ। উন্নত, অনুন্নত বা উন্নয়নশীল পুরো বিশ্বেই করোনা ভাইরাসের সংক্রমণে দিশেহারা। আলফা,বিটা, থিটা, গামা নামের নানা ভ্যারিয়েন্টে রূপান্তরিত করোনা ভাইরাস মানুষের জীবন কেড়ে নিচ্ছে। আক্রান্তদের পরিচর্যা করতে রোগীর চাপ সামলাতে পারছেন না হাস্পাতাল ব্যবস্থাপনা কতৃপক্ষ। অক্সিজেন, আইসিইউ সংকটে মানুষের জীবন সংকটাপন্ন। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে দেশে দেশে লকডাউন, শাটডাউন এমনকি কারফিউ জারি করা হচ্ছে। মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন করা হচ্ছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আক্রান্তের সংখ্যা বাড়ছে, মানুষ মরছে। আশার কথা হচ্ছে ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ এর প্রতিশেধক টিকা আবিষ্কার করতে সক্ষম হয়েছে। গণহারে টিকা দেয়া হচ্ছে। কিন্তু টিকা পুরোপুরি সুরক্ষা দিতে পারছে না করোনা আক্রান্ত থেকে। টিকা নিয়েও অনেকে আক্রান্ত হচ্ছেন। তবে সান্ত¡না টিকা নেয়ার পর আক্রান্ত হলে মৃত্যু ঝুঁকি কম।
পুঁজিবাদী অর্থব্যবস্থায় অর্থ আয়ের ক্ষেত্রে কোনো নীতি নৈতিকতা নেই। যে কোনো উপায়ে অর্থ আয় করতে হবে। ন্যায় অন্যায়ের বালাই নেই, নেই সুদের কুফলের প্রভাব। অর্থের দাপটে ক্ষমতার প্রদর্শন বাড়ে। মানুষে মানুষে ভেদাভেদ বাড়ে। হারিয়ে যায় মানবিকতা। আর আজকের মুক্তবাজার অর্থনীতির প্রভাবে মানুষ খুব মানবিকহীন হয়ে পড়ছে। আর করোনায় তো দেখা গেলো রক্তের সম্পর্কও পরাজিত হলো। বাবা-মার লাশ ফেলে সন্তান পালিয়ে গেছে। সন্তানের লাশ ফেলে মা-বাবা চলে গেছে। করোনার বিশেষ টিম তাদের কবরস্থ করেছে কিংবা শ্মশানে দাহ করেছে। এরপরও কবরস্থানে আর শ্মশানে ঠাঁই নেই ঠাঁই নেই অবস্থা। লাশের বিশাল মিছিল আপনজনদের দিক বিদিক শূন্য করেছে। তাই করোনা থেকে বাঁচতে এবার মানুষ লকডাউন, শাটডাউনের পর সৃষ্টিকর্তার কাছে মাথা নত করে হেডডাউনের দিকে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে যে যার ধর্মানুসারে সৃষ্টিকর্তার কাছে হেডডাউন করে করোনা ভাইরাস থেকে পরিত্রান চাইতে বিশেষ প্রার্থনা করেছে এবং করছে। কিছুকিছু দেশে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আসলেও অনেক দেশেই বেড়েছে। যে যাই বলুক আর করুক না কেন ভেতরে ভেতরে মানুষ ধর্মপ্রাণ। তাই তার শেষ আশ্রয়স্থল সৃষ্টিকর্তাই।