কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদর ইউনিয়ন, জারইতলা ইউনিয়নের রোদারপুড্ডা বাজার, দামপাড়া ইউনিয়নের দামপাড়া বাজারে দুইটি ভেজাল মিষ্টির কারখানা থেকে আশে পাশের ইউনিয়নের বিভিন্ন বাজারে ভেজাল মিষ্টি পাইকারি বিক্রি হচ্ছে। একই সঙ্গে মিষ্টি ব্যবসায়িরা নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে আসছেন বলে অভিযোগ উঠেছে। প্রশাসন দেখেও না দেখার ভান করে আসছে দীঘ দিন ধরে। এ সব ভেজাল মিষ্টি গ্রাহকরা ক্রয় করে নিয়ে যেমন: বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। তেমনি ভাবে মিষ্টির দোকান গুলো থেকে মিষ্টি গ্রাহকরা ক্রয় করে নিয়ে প্রতারিত হচ্ছেন। গত বৃহস্পতিবার সরেজমিন গেলে ভুক্ত ভোগি গ্রাহক নরুল ইসলাম মন্তব্য করে বলেন, দামপাড়া বাজারের বৃহৎ ভেজাল মিষ্টি কারখানার মালিক গোপাল বাবু সহ আরও কয়েকটি দোকানে পাইকারিতে প্রতি কেজি ৯০-১০০ টাকা কেজিতে মিষ্টি বিক্রিয় করে আসছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এ ছাড়া খুচরা বিক্রেতাদের নিকট প্রতি কেজি ১১০-১২০ টাকা ধরে ভেজাল মিষ্টি বিক্রি করে আসছেন। এই পর্যন্ত এর কোনো প্রতিক্রিয়া নিচ্ছেন না উপজেলা প্রশাসন। এই বিষয়ে মিষ্টি ব্যবসায়ি গোপাল বাবু বলেন, তিনি কোন ভেজাল মিষ্টি বিক্রি করেন না। অন্য ব্যবসায়িরা হয়তো ভেজাল মিষ্টি বিক্রি করতে পারে বলে তার ধারণা।