চীন থেকে দেশে এসেছে সিনোফার্মের আরও ৩০ লাখ করোনার টিকা। বৃহস্পতিবার রাতে তিনটি ফ্লাইটে ঢাকা এসে পৌঁছায় এসব টিকা।
বিমান বাংলাদেশ এয়ালাইন্সের ফ্লাইটে রাত ১০টায় প্রথম, রাত ১টায় দ্বিতীয় ও রাত ৩টায় তৃতীয় চালানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
প্রত্যেক ফ্লাইটে ১০ লাখ ডোজ করে টিকা এসেছে। বিমানবন্দর থেকে এসব টিকা প্রথমে ঢাকার ইপিআই সংরক্ষণাগারে মজুত রাখা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ালাইন্সের ফ্লাইটে রাত ১০টায় প্রথম, রাত ১টায় দ্বিতীয় ও রাত ৩টায় তৃতীয় চালানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
প্রত্যেক ফ্লাইটে ১০ লাখ ডোজ করে টিকা এসেছে। বিমানবন্দর থেকে এসব টিকা প্রথমে ঢাকার ইপিআই সংরক্ষণাগারে মজুত রাখা হয়েছে।
ইপিআই বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের চাহিদা অনুযায়ী, সিটি করপোরেশন এলাকা বাদ দিয়ে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পাঠানো হবে এসব টিকা। এ নিয়ে দেশে সিনোফার্মের ৭০ লাখ ডোজ টিকা এসেছে।