রংপুরে করোনায় কর্মহীন অসহায় দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় ৯ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের উদ্যোগে রংপুর জিলা স্কুল মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় রংপুর সেনানিবাসের ৯ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল আলম, ক্যাপ্টেন সালেহসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
এসময় শতাধিক দুঃস্থ্য মানুষকে চাল, ডাল, আটা, সয়াবিন তেল, লবন, সাবানসহ নিত্য পন্য দেয়া হয়।