কিশোরগঞ্জ সদর দলিল লিখক মোঃ শামছুল আলম মেওয়া সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত বুধবার (২৮ জুলাই) কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের ডাউকিয়া নামক স্থানে রাস্তা পারাপারের সময় কিশোরগঞ্জগামী একটি সিএনজি এসে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে স্থানান্তর করলে তার অবস্থা আরও খারাপ হলে নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করলে চিকিৎসারত অবস্থায় বিকাল সাড়ে ৫টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর জানাযা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে কিশোরগঞ্জ সদর দলিল লিখক সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদ বাবুল ও সাধারণ সম্পাদক ফুরকান উদ্দিন খান মানিক গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেন।