করোনায় আক্রান্ত হয়ে ঝালকাঠি আদালতের এক নারী বিচারক মারা গেছেন। সানিয়া আক্তার (২৯) নামে ওই বিচারক ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাঁঠালিয়া আদালতের দায়িত্বরত ছিলেন। তাঁর স্বামী এইচএম ইমরানুর রহমানও জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ঝালকাঠি সদর কোর্ট)।
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি আদালতের সরকারি কৌশলী(পিপি) আব্দুল মান্নান রসূল জানান, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে বুধবার সকাল সাড়ে ১০ টায় বিচারক সোনিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এরআগে গত ১৬ জুলাই সকাল সোয়া ৭ টায় তাকে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।
হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, বিচারক সোনিয়া সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সম্প্রতি তিনি করোনা ভাইরাসে শনাক্ত হন। ১২ জুলাই সানিয়া আক্তার ঝালকাঠিতে রেপিড এন্টিজেন্ট টেস্ট করালে তাঁর শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।