ক্রিকেটারদের ছাড়াই হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলছে দেড়শজনের কোয়ারেন্টাইন।
অস্ট্রেলিয়া-বাংলাদেশ দুই দলই ঢাকায় আসছে ২৯ তারিখ। অজিদের দেয়া শর্ত অনুযায়ী সিরিজ সংশ্লিষ্ট সবাইকে থাকতে হবে ১০ দিনের কোয়ারেন্টিনে। ম্যাচ অফিশিয়াল, গ্রাউন্ডসম্যান থেকে শুরু করে বোর্ডের কর্তারা সবাই তাই উঠে গেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। বায়ো বাবল নিশ্চিত করতে সাধারণের জন্য বন্ধ থাকবে হোটেলটা।