গোপালগঞ্জের মুকসুদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত বিভিন্ন কর্মসূচীর আওতায় করোনায় ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি। বুধবার (২৮ জুলাই ) সকালে মুকসুদপুর উপজেলা পল্লী উন্নয়নের দপ্তরের আয়োজনে এই ঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাসুদেব সরকার।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাসুদেব সরকার জানান, করোনাকালিন সময়ে ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মধ্যে ১০ জন সুফোল ভোগীর মাঝে ১ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। এছাড়াও আরও ৫৪ লাখ টাকা ঋণের প্রস্তাব অনুমোদন হয়েছে। অচিরেই এই ঋণের টাকা বিতরণ করা হবে।
যাদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে তারা হলো, মাছ চাষে অজুফা বেগম, সরন ফকির, পল্লব মুন্সী, ধান ছাটাইয়ে এসমোতারা বেগম, গাভী পালনে রুবি বেগম, রিপা সুলতানা, ফারজানা ববি লোভা, সুজদা আক্তার, হাঁস মুরগীর খামারে রুপালী বেগম, মুরগীর খামারে রুপালী বেগম।