করোনা সংক্রমণ রোধে সারাদেশে চলছে কঠোরতম বিধিনিষেধ। বন্ধ রয়েছে সব ধরণের গণপরিবহন। কিন্তু কিশোরগঞ্জে বন্ধ নেই আন্ত:জেলা জনচলাচল। কিশোরগঞ্জ থেকে অবাধে জনচলাচল চলছে সিএনজি চালিত অটোরিকসা, পিকআপ, মাইক্রোবাস ও এ্যাম্বুলেন্সের মাধ্যমে। এতে করে একদিকে যেমন কিশোরগঞ্জে বাড়ছে করোনার সংক্রমণ অন্য দিকে কিশোরগঞ্জ থেকেও অন্য জেলায় ছড়াচ্ছে সংক্রমণ।
কিশোরগঞ্জ থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা জেলায় দিনে রাতে এসব বাহনের মাধ্যমে অবাধে চলছে জনচলাচল। এতে করে দেশ জুড়ে চলমান কঠোর লকডাউনের মূল উদ্দেশ্যই ব্যাহত হচ্ছেনা এতে করে সাধারণ মানুষের মনে তৈরী হচ্ছে আইন অমান্য করার প্রবণতা।
যদিও সড়ক-মহাসড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট রয়েছে তবুও এসব যানবাহন লকডাউন অমান্য কি করে চলাচল করছে সেটা বোধগম্য নয়।
এসব যানবাহন দিয়ে চলাচলকারীরা জানিয়েছেন, কিশোরগঞ্জ থেকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ যেতে কিংবা আসতে ভাড়া দিতে হয় ন্যূনতম এক হাজার টাকা। ময়মনসিংহ বা নেত্রকোনা যেতে কিংবা আসতে ভাড়া গুণতে হচ্ছে ৪ থেকে ৫ শ’ টাকা।
অবৈধভাবে যেসব যানবাহন ওইসব রুটে চলাচল করছে তাতে নেই স্বাস্থ্যবিধি মানা বা মানানোর চেষ্টা। সিএনজি চালিত অটোরিকসা, পিকআপ মাইক্রোবাস ও এ্যাম্বুলেন্সে করে গ্যাদাগ্যাদি করে যাত্রী বহন করছে।
গাইটাল বাস স্টেশনের একজন সিএনজি চালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, পথে পথে চাঁদা দিয়ে আমাদেরকে চলাচল করতে হচ্ছে। তাই আমরাও বাড়া একটু বেশিই নেই।
অপর দিকে পর্যটন এলাকা কিশোরগঞ্জের নিকলীতে করোনা সংক্রমণ কমাতে কঠোর লকডাউনের চতুর্থ দিন চলছে। কোরবানী ঈদের পর থেকে দুই দিন পর্যটক এলাকা নিকলীর বেড়িবাঁধে বিভিন্ন জেলার মানুষের ঢল নামে । এ সব পর্যটক টেকাতে উপজেলার দুটি প্রবেশ পথ পোড্ডা চৌরাস্তা মোড় এবং কারপাশার প্রেসিডেন্ট আবদুল হামিদ সড়ককের নানশ্রীতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে ।
গত তিনদিনের তুলনায় বেড়িবাঁধে নৌকা ও প্রেসিডেন্ট আবদুল হামিদ সড়কে অটোরিকশা, মোটর বাইক ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা কমেছে।পুলিশ বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে টহলের মাধ্যমে যান চলাচল নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। রাস্তায় কেউ বের হলেই পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে। সরকারি বিধিনিষেধ ভঙ্গ করায় জরিমানাও করা হচ্ছে। সকালে রোদ্দার পোড্ডা , নিকলী সদর ,দামপাড়া ,মজলিশপুর, রসুলপুর ঘুরে দেখা যায়, ঘর থেকে বের হওয়া মানুষেরা জরুরি প্রয়োজন ও নানা ধরণের অজুহাত দেখাচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। উপজেলার অনেক সেবামূলক প্রতিষ্ঠান হাট-বাজারের দোকানপাট খোলা থাকায় সেসব প্রতিষ্ঠানের কর্মীদের ও অফিসে যেতে দেখা গেছে। দুপুরে রাস্তাঘাটে লোক চলাচলে নীরব থাকলেও বিকালের চিত্র ভিন্ন রকম । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাকে শাস্তির আওতায় নেয়া হবে। বিধিনিষেধ চলাকালে জনগণকে সতর্ক থাকা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হচ্ছে। বিধিনিষেধ কার্যকর করতে পুলিশের পাশাপাশি মাঠে বিজিবিও তৎপর রয়েছেন।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসসাদিকজামানের সার্বিক তত্বাবধানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছাতিচর থেকে প্রমোদভ্রমণের ২০ টি নৌকা আটক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।