জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ আজ বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে একযুগ ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। আর এদিকে দলের লীগ শব্দটি ব্যবহার করে নানা নাম সর্বস্ব সংগঠন গড়ে নানা ধান্দাবাজীতে লিপ্ত। সংগঠনের নামের আগে 'লীগ' ও বঙ্গবন্ধু পরিবারের সদস্য কিংবা মুক্তিযোদ্ধার নাম ব্যবহার করে আট শতাধিক সংগঠন গড়ে উঠেছে বলে গণমাধ্যমে প্রকাশ। অনুমোদনহীন এসব রাজনৈতিক দোকান গড়ে তোলার মূল উদ্দেশ্য চাঁদাবাজি-টেন্ডারবাজি, তদবির ও কমিটি বাণিজ্য। এসব সংগঠনের নেতারা নানা সময়ে বিতচিত কর্মকা-ে আলোচনায় এলেও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ধান্দাবাজির এসব দোকানের নেতা দের কর্মকা-ে এখন বিব্রত আওয়ামী লীগ নেতারা। খোদ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব রাজনৈতিক দোকান নামে অভিহিত করেছেন। আর এ
কথা তো সত্য যে কোন দলের নামের শেষে লীগ যোগ করলেই কি আওয়ামী লীগের সহযোগী বা অঙ্গ সংগঠন হয়ে যাবে তা তো নয়। সমর্থক বা ভাতৃপ্রতিম সংগঠন হতে হলে তো মূল দলের অনুমোদন থাকা লাগবে।
'বাংলাদেশ চাকরিজীবী লীগ' নামে একটি ধান্দাবাজির সংগঠন খুলে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির থেকে বহিষ্কার হয়েছেন গত ২৪ জুলাই ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। একই সাথে তাকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ থেকে বুঝা যাচ্ছে অবশেষে আওয়ামী লীগ নেতাদের ঘুম ভাঙছে। নামের আগের লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নাম আর ব্যবহার করা যাবে না বলে নির্দেশনা জারি করা এখন সময়ের দাবি।
আওয়ামী লীগ সূত্র মতে দলীয় সহযোগী সংগঠন হচ্ছে যুবলীগ, মহিলা লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, তাঁতী লীগ, আওয়ামী লীগ আইনজীবী পরিষদ ও মৎস্যজীবী লীগ। এছাড়াও ভাতৃপ্রতিম সংগঠন হচ্ছে জাতীয় শ্রমিক লীগ ও ছাত্রলীগ। মহিলা শ্রমিক লীগ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ আওয়ামী লীগের নীতিগত অনুমোদিত সংগঠন। এর বাইরে আওয়ামী লীগের সহযোগী বা ভাতৃপ্রমিক কোন সংগঠন নেই। তবে দল ক্ষমতায় দীর্ঘদিন থাকায় নাম সর্বস্ব অনেক সংগঠন গড়ে উঠেছে লীগ শব্দ জুড়ে অথবা বঙ্গবন্ধু-বঙ্গমাতা, শেখ রাসেল ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নাম জুড়ে দিয়ে। এমনকি মুক্তিযোদ্ধাদের নাম যুক্ত করে অনেক সংগঠন গড়ে উঠছে। এমন কোন পেশা নাই যার নামে লীগ জুড়ে তারা সংগঠন গড়ে নিজেদের আখের গুটাচ্ছেন।
আন্দোলন-সংগ্রামে আর মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন তাদের পক্ষে কথা বলার জন্য হাতে গোনা কয়েকটি সংগঠন ছিল। এখন ক্ষমতার নরম হালুয়া আর গরম রুটি ভাগ নিতে ধান্দাবাজদের সমাবেশ ঘটছে। ধান্দাবাজদের আইনের আওতায় এনে দলীয় সংবিধান অনুসারে গঠিত অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতৃত্ব কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত করে ধান্দাবাজদের ঝেটিয়ে বিদায় করতে হবে।