নীলফামারীর কিশোরগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বাষির্কী ও বঙ্গবন্ধু’র দোহিত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে সরকারি বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে স্বাস্থ্যবিধি মেনে কেক কাটা, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি পতিরাম চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারী মশিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রাশেদুর রহমান রাশেদ, আসাদুজ্জামান ছিলু ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মাঈনুল আরেফিন সপু প্রমূখ।