দেশের প্রতিটি মানুষের জন্য করোনার টিকা নিশ্চত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'করোনায় সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষায় সব ক্ষেত্রেই সমস্যা সৃষ্টি হয়েছে। তবে, এরইমধ্যে এক কোটি ৮৭ লাখ মানুষকে করোনার টিকা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সবার জন্য টিকা নিশ্চিত করা হবে।'