কিশোরগঞ্জের সদর হাসপাতালের সিভিল সার্জন গত সোমবার রাত পর্যন্ত ডাক্তার মুজিবুর রহমান জানান, বাজিতপুর উপজেলায় ভাগলপুর, বাজিতপুর স্বাস্থ কমপ্লেক্স কর্তৃক প্রেরিত তথ্য অনুযায়ী এই পর্যন্ত ১১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে রবি ও সোমবারের ১৮ জনের করোনা পজেটিভ এসেছে। এরা হলেন, পিরিজপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের মোঃ রাজিব উদ্দিন (৫৫), বাজিতপুরের ইমরান (২৬), ভাগলপুরের মার্জানা বেগম (৫৫), মতুরাপুর গ্রামের ফাতেমা বেগম (৬০), চন্দ্রগ্রামের মোকারম হোসেন (২২), নোয়াপাড়া গ্রামের রবি মিয়া (৩৯), পিরিজপুরের জুই আক্তার (২৮), হিলচিয়ার স্বপন চন্দ্র দাস (৪০), পাটুলী গ্রামের আম্বিয়া খাতুন (৬৯), ভাগলপুরের মেহেরুন্নেছা (৫৯), বাজিতপুরের ইউএইচসি রুমি (৩০), নোয়াপাড়া গ্রামের আবুল কাশেম (৭০), ভাগলপুরের একেএম সৈয়দ হোসেন (৬৪), দড়িঘাগটিয়ার মারুফা বেগম (২৭), আশিনলের ইদ্রিছ মিয়া (৪০), কুতুবপুরের মহিলা খাতুন (৭০) ও সরিষাপুরের মোঃ শহিদুল হক (৪০) আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ অধিদপ্তর নিশ্চিত করেন।