বিশ্বে করোনা শনাক্ত সাড়ে ১৯ কোটি ছাড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ৪১ লাখ ৮২ হাজার।ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১৯ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার ৫১৬ জন। এর মধ্যে মারা গেছেন ৪১ লাখ ৮২ হাজার ৮২৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৭১ লাখ ৮২ হাজার ৬২৫ জন।
বিশ্বের শীর্ষ দশ জন ভাইরোলজিস্ট ও এপিডেমিওলজিস্ট বলছেন, করোনার টিকা না নেয়া মানুষেরাই এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। তারা বলছেন, করোনাভাইরাসের শুরুর ধরনের তুলনায় এর ডেল্টা ধরন দুই ডোজ টিকা নেয়া মানুষদেরকে আক্রান্ত করতে আরও বেশি সক্ষম।