ঢাকার পুঁজিবাজারে ২৩টি লোকসানি কোম্পানি বেড়েছে এক বছরে। সব মিলিয়ে বাজারে লোকসানি কোম্পানি এখন ৬১টি।
বিশ্লেষকদের আশঙ্কা, এই কোম্পানিগুলো কী সত্যিই লোকসান করেছে নাকি বিনিয়োগকারীদের ঠকানোর অপকৌশল? অন্যদিকে, লোকসানি কোম্পানির শেয়ারের দামের অস্বাভাবিক দরবৃদ্ধিও কারসাজিকেই সামনে আনছে। এসব বিষয়ে তদন্ত হবে কি-না তা নিয়ে ডিএসই'র পরিচালনা পর্ষদে আলোচনার আভাস দিয়েছেন ঢাকা স্টকের পরিচালকরা।