জামালপুরের সরিষাবাড়ির স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি এর উদ্দ্যোগে ছাত্রলীগের সদস্যরা প্রতিটি বাড়ি গিয়ে ফ্রী করোনা ভ্যাক্সিন রেজিষ্ট্রেশন ও জনসচেতন মূলক কার্যক্রমের শুরু করেছেন।
সরিষাবাড়ি করোনা ভাইরাসের টিকা নিতে যারা অনলাইনে নিবন্ধন করতে পারছেন না, তাদের বাড়িতে গিয়ে উপজেলার ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিম ফ্রি টিকার নিবন্ধন করে দিচ্ছেন।এলাকাবাসির জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই অনলাইনে নাম নিবন্ধন ও টিকাকার্ড প্রিন্ট করে দিচ্ছে ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিম।
এবিষয়ে তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি তিনি টিকার নিবন্ধন করার বিষয়ে বলেন, ”দেশে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই গ্রামের মানুষ টিকা দেওয়ার ইচ্ছে থাকলেও নিবন্ধন কিভাবে করতে হয় তা’তারা অনেকেই জানেনা। তাই তাদের নিবন্ধন করে টিকাদানে উদ্বোধ করে জনসচেতান বৃদ্ধির কার্যক্রম চালানো হচ্ছে, যাতে দ্রুত করোনা রোধ করা সম্ভব হয় বলে উল্লেখ করেন।
সরিষাবাড়ি উপজেলা ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিম এ বিষয়ে বলেন, যতদিন উপজেলাবাসি ভ্যাকসিনের আওতায় না আসছেন, ততদিন আমাদের এই ফ্রি রেজিষ্ট্রেশন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।