গ্রাম্য সালিশে গৃহবধুর ইজ্জতের মূল্য ৪৯ হাজার টাকা নির্ধারণ করে ধর্ষনের ঘটনা ধামাচাপা দেয়ার ্িবষয়টি প্রকাশ হয়ে পড়ায় রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের নির্দেশে সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) কামরুজ্জামান এর সহযোগিতায় গত রোববার রাতে পীরগঞ্জ থানায় নির্যাতনের শিকার গৃহবধুর মামলা রুজু হয়। এটির বাদী হয়েছেন নির্যাতিত গৃহবধুর মা সাহেরন নেছা। এ ঘটনায় অভিযুক্ত মাহাবুব মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে। উল্লেখ্য- উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া গ্রামের হতদরিদ্র ভ্যান চালক আশরাফুল ইসলামের কন্যা’র প্রায় দেড় বছর পূর্বে পার্শ¦বর্তী বড়আলমপুর গ্রামের বাচ্চা মিয়ার পুত্র সুজন মিয়ার সাথে বিয়ে হয়। বছর না পেরুতেই পারিবারিক কলহের জেরে ঐ গৃহবধু বাবার বাড়িতে ফিরে আসে এবং স্থানীয় একটি কারখানায় কাজ নেয়। গৃহবধু তার কর্মস্থলে যাতায়াতের পথে লোলুপ দৃষ্টি পড়ে একই গ্রামের (হাসারপাড়া) প্রভাবশালী আবুল কাশেম মিয়ার পুত্র এক সন্তানের জনক মাহাবুব মিয়ার। মাহাবুব সুকৌশলে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই গৃহবুধুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রায় ৭মাস ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়িসহ বিভিন্ন স্থানে লালসা মেটায়। সম্প্রতি ওই গৃহবধু মাহবুবকে বিয়ের করার চাপ দিলে মাহবুব নানা টালবাহনা করতে থাকে। একপর্যায়ে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে গত ২৩ জুলাই দুপুরে ওই গৃহবধুসহ তার বাবা আশরাফুল ও মা সাহেরন নেছা পীরগঞ্জ থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে ঐ দিনগত গভীর রাতে স্থানীয় তাজমল হোসেনের বাড়িতে মাতব্বর আবদুর রহিম, মনোয়ার ও আফজাল হোসেন নির্যাতিত পরিবারের সঙ্গে মিমাংসা বৈঠকে বসেন। বৈঠকে ওই গৃহবধুর ইজ্জতের মূল্য ৫০হাজার টাকা নির্ধারণ করে অভিযুক্ত মাহাবুবকে মামলায় না জড়ানোর শর্তে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহণ করা হয় এবং নির্যাতিত পরিবারের হাতে ৪৯ হাজার টাকা বলপূর্বক হাতে তুলে দেয়া হয়। বিষয়টি প্রকাশ হয়ে পড়ায় রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমারের নির্দেশে গত রোববার রাতে পীরগঞ্জ থানায় ওই মামলা দায়ের হয়। পুলিশ অভিযুক্তকে মাহাবুব মিয়াকে রাতেই গ্রেফতার করে। এ প্রসঙ্গে ডি সার্কেল কামরুজ্জামান বলেন-শালিসী বৈঠকে কারা কারা সম্পৃক্ত ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।