পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী নকশেবন্দি (মা.জি.আ) এর ৫০তম শুভ খোশরোজ শরীফ পালিত হয়েছে। এ উপলক্ষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত, বাংলাদেশ হিজবুর রাসুল (দঃ), বাংলাদেশ যুব হিজবুর রাসুল (দঃ) ও ইসলামি ছাত্রসেনা, গাজীপুর জেলা ও কালীগঞ্জ উপজেলা কমিটির যৌথ উদ্যোগে পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
গাজীপুরের কালীগঞ্জ আবেদীয়া বাহাদুর শাহ্ মোজাদ্দেদীয়া খানকা শরীফে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত উপজেলা সভাপতি মাওলানা মো. আল-আমিন দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ¦ মাওলানা মো. আবদুছ ছাত্তার মোজাদ্দেদী। সাধারণ সম্পাদক মো. আলী হোসেন ভূইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিজবুর রাসুল (দঃ) কালীগঞ্জ উপজেলার সাবেক সভাপতি আলহাজ¦ দেওয়ান শফিউদ্দিন আহমেদ, বর্তমান সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা সভঅপতি আলমগীর হোসেন খান মো. আবু তাহের, বাংলাদেশ যুব হিজবুর রাসুল (দঃ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আবদুল মতিন, উপজেলা সভাপতি মাহমুদুল হোসেন সুজন, ইসলামি ছাত্রসেনা উপজেলা সভাপতি হাফেজ মো. আল-মামুন আল-আবেদী প্রমূখ।
বক্তাগণ বলেন, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী নকশেবন্দি (মা.জি.আ) বহুমাত্রিক প্রতিভাধর একজন ব্যক্তিত্ব। তিনি শতাধিক বছরের ঐতিহ্যবাহী গাছতলা দরবার শরীফের সাজ্জাদানশীন পীর ছাহেব, ইমামে আহলে সুন্নাত আল্লামা খাজা আবু তাহের নকশেবন্দী (রহঃ) এর সুযোগ্য শাহজাদা, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সুযোগ্য সভাপতি ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক মাদরাসার পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা। আন্তর্জাতিক সংস্থার অন্যতম বাংলাদেশ প্রতিনিধি ও মিনহাজ উল কুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ঢাকা বিভাগীয় প্রেসিডেন্ট। তিনি মাদ্রাসা ও সাধারণ উভয়ধারার শিক্ষায় উচ্চ ডিগ্রীধারী একজন বিদগ্ধ আলেমে দ্বীন, তাছাউফ জগতের উচ্চ মাপের একজন নীরব সাধক, দেশখ্যাত ওয়ায়েজ, খাদেমুল হুজ্জাজ ও আমীরুল হুজ্জাজ। যিনি সব সময় নিজেকে সুন্নিয়তের খাদেম ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। শতাধিবিভক্ত সুন্নীয়তের ময়দানে ঐক্য প্রতিষ্ঠায় আন্তরিক একজন কায়েদে মিল্লাত। মানুষ হিসেবে একজন বিনয়ী, অতিথি পরায়ণ, সদাহাস্য, নিরহংকার ও আপাদমস্তক সুন্নাহ অনুসরণকারী দ্বীনের একজন আদর্শ রাহবার। এ সময় অন্যান্যের মাঝে মাওলানা মো. আওলাদ হোসেন আল-আবেদী, হাফেজ মাওলানা মো. আনিছুর রহমান, মো. আবদুর রউফ আল মাহমুদ, মো. ইউসুফ আলীসহ সংগঠনের কেন্দ্রীয়, জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে পবিত্র মিলাদ ও দোয়ার মাধ্যমে নেতৃবৃন্দ মহান রাব্বুল আলামীনের দরবারে রাহবার ও কায়েদে মিল্লাত এঁর শতাধিক বর্ষীয়ান দীর্ঘ ও সুস্থ হায়াতে তাইয়্যেবা এবং এদেশে সুন্নিয়ত ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সম্মুখে থেকে নেতৃত্ব দিতে তৌফিক দানসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করেন।