কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার রামদী ফিড মিলের সন্নিকটের রাস্তায় ঈদ পরবর্তী আনন্দ উল্লাস করতে গিয়ে হামলার শিকার হয়ে শাহআলম (১৮) নামে এক যুবক নিহত হয়। আহত হয়েছে আসাদুল্লাহ (২০) ও জীবন মিয়া (২০) কে প্রথমে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পরে তাদের অবস্থা আশংকাজনক দেখে কতর্ব্যরত ডাক্তার তাদেরকে গত শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় নিহত শাহ আলমের পিতা আহাম্মদ আলী বাদী হয়ে কুলিয়ারচর থানায় ১০/১২ জনের নামে মামলা দায়ের করেছেন বলে কুলিয়ারচর থানার ইনচার্জ সুলতান মাহমুদ সাংবাদিকদের নিশ্চিত করেন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে বলে এলাকাবাসী ও থানাপুলিশ সূত্রে জানাগেছে ঈদ পরবর্তী শুক্রবার দিন দিবাগত রাতে রামদী ফিড মিলের সামনে আসলে বন্ধুদের মধ্যে তর্কাতর্কীর এক পর্যায়ে শাহ আলমকে চুরিকাঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তাদের মধ্যে পূর্বের কোন শত্রুতা ছিল না বলে প্রত্যক্ষদর্শিরা মন্তব্য করেন।