কিশোরগঞ্জ ভোরের আলো সাহিত্য আসরের ঈদ পুনর্মিলনী ও সম্মাননা ক্রেস্ট গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের থানা মার্কেটের মডার্ণ ডেন্টালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাট্যকার আজিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নোয়াখালী জেলা বিআরডিবির উপপরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান ভূঁইয়া। প্রধান আলোচক ছিলেন কিশোরগঞ্জ জেলা সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক আওয়ামী লীগ নেতা এমরান আলী ভূইয়া।
ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক রেজাউল হাবিব রেজার পরিচালনায়
অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ভোরের আলো সাহিত্য আসরের সাংস্কৃতিক উপদেষ্টা বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকাভূক্ত প্রথম শ্রেণির শিল্পী আবুল হাসেম বাঙালি, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি ও অনলাইন পোর্টাল একুশে নিউজের সম্পাদক সাইফউদ্দীন আহমেদ লেনিন, দেশ টিভির জেলা প্রতিনিধি শাফায়েত নাজমুল, দৈনিক জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি এম. এ আজিজ, উপদেষ্টা লায়ন জাহাঙ্গীর আলম, দন্ত চিকিৎসক হীরা মিয়া, ভোরের আলো সাহিত্য আসরের সহ সভাপতি এম. এ হালিম তালুকদার, সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী, শাহীন মিয়া, নানশ্রী ব্লাড ডোনার ক্লাবের সভাপতি সাকিব আল হাসান, কবি জাবের রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন মর্তুজ আলী মরতুজ, গান পরিবেশন করেন শিল্পী আবুল হাসেম, নিরব রিপন, মাজহারুল ইসলাম ও জহিরুল হাসান রুবেল। অনুষ্ঠানে সাহিত্য সংস্কৃতিতে অবদান রাখায় ভোরের আলো সাহিত্য আসরকে সম্মাননা স্মারক প্রদান করেন নানশ্রী ব্লাড ডোনারস সোসাইটির সভাপতি সাকিব আল হাসান ও কবি জাবের রহমান। সম্মাননা স্মারকটি গ্রহণ করেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবীব রেজা ও সভাপতি আজিজুর রহমানসহ আরও অনেকেই। এছাড়াও আসরে ঈদ পুনর্মিলনী উপলক্ষে উপস্থিতিদের আলোচনা কবিতা আবৃত্তি ও গানে গানে মুখরিত হয়ে ওঠে।