এ বছর পবিত্র ঈদুল আজহায় সারা দেশে মোট ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি গবাদিপশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পশু কোরবানির মধ্যে ৪০ লাখ ৫৩ হাজার ৬৭৯টি গরু ও মহিষ। ৫০ লাখ ৩৮ হাজার ৮৪৮টি ছাগল ও ভেড়া। অন্যান্য পশু কোরবানি হয়েছে ৭১৫টি।
ইফতেখার হোসেন জানান, এই বছর ঢাকা বিভাগে ৯ লাখ ৭৩ হাজার ৮৩৩টি গরু-মহিষ, ১২ লাখ ৬৫ হাজার ৫৬টি ছাগল-ভেড়া ও অন্যান্য পশু ৩৬৩টি কোরবানি হয়েছে। এ বিভাগে মোট ২২ লাখ ৩৯ হাজার ২৫২টি পশু কোরবানি করা হয়েছে।