“সুস্থ দেহ, সুস্থ মন” স্লোগানকে সামনে রেখে বাজিতপুর উপজেলা চেয়ারম্যান মরহুম ছারওয়ার আলম স্মরণে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানব সেবা ফাউন্ডেশান এর উদ্যেগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি গত শুক্রবার বিকেলে মিরারবন্দ মাঠে অনুষ্টিতব্য খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সওকত আকবর। এই ফুটবল ফাইনাল টুর্নামেন্টে লায়ন একাদশ বনাম পি-৯০ একাদশ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে পারেনি। ট্রাইবেকারে ৩-২ গোলের মাধ্যমে রয়েল একাদশ জয়লাভ করে। এ সময় স্বাস্থবিধি মেনে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার বিতরন করেন এই টুর্নামেন্টের প্রধান অতিথি মোঃ সওকত আকবর ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দরা। উল্লেখ্য, ৪ নং আনছার ভিডিপি দলনেতা ও মানবসেবা ফাউন্ডেশানের সেক্রেটারী জুবায়ের আহাম্মেদ।