বিশ্বে করোনায় একদিনে মারা গেছে আট হাজার আটশ জনের বেশি। এ নিয়ে মৃতের সংখ্যা ছাড়াল ৪১ লাখ ৫১ হাজার।অস্ট্রেলিয়ায় করোনার ডেল্টা ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় শুক্রবার থেকে দেশটির সঙ্গে আট সপ্তাহের জন্য কোয়ারেন্টিনমুক্ত ভ্রমণ স্থগিত করেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে শুক্রবার এ বছরের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়। এতে সিডনিতে কঠোর নিষেধাজ্ঞা বাড়িয়েছে দেশটি। ইন্দোনেশিয়ায় একদিনে মারা গেছে ১৪ শর বেশি। এ নিয়ে দেশটিতে মারা গেছে ৭৯ হাজারের বেশি। এছাড়াও ব্রাজিলে ২৪ ঘণ্টায় মারা গেছে প্রায় দেড় হাজার। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।