নোয়াখালীর সেনবাগে বেকার যুব মহিলাদের সেলাই প্রশিক্ষন ও করোনা টিকা রেজিষ্ট্রাশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার(২২জুলাই) দুপুুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের দক্ষিন বালিয়াকান্দিতে রেনেসাঁ সামাজিক সংঘের উদ্যোগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে রেনেসাঁ সামাজিক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল আলম সুমন সভাপতিত্বে সংস্থার উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বীজবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন আলমগীর। এসময় বিশেষ অতিতি হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এয়াকুব মামুন, কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ আলম বিএসসি, সেনবাগ থানার এস আই মোঃ তারেকুল ইসলাম, রেনেসাঁ সামাজিক সংঘের অর্থ বিষয়ক সম্পাদক সলিম উল্যা পাটোয়ারী, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফিরোজ আলম, উপদেষ্ঠা জহিরুল ইসলাম, সামছুজোহা সোহেল, নজরুল ইসলাম সোহেল, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক পাটোয়ারী, বীরনারায়নপুর ইব্রাহীম মেমোরিয়াল ফাউন্ডেশনের মোঃ ইউসুফ,আল ফালা মানব কল্যান সংঘের সদস্য শেখ রাসেল, মহিলা উন্নায়ন সংস্থার মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আক্তার। শেষে অতিথরা সেলাই প্রশিক্ষন গ্রহনকারী বেকার যুব মহিলাদারের খাদ্য সহায়তা চাল,ডাল,তেল,পেয়াজ,রসুন প্রদান করা হয়।