রংপুরের পীরগাছায় ঈদ উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চালে থাবা দিয়েছেন ইটাকুমারী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান। তিনি উপকারভোগীদের কম দিয়ে এক টন চাল কালোবাজারে বিক্রির জন্য পরিষদের গুদামে মজুদ রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শতভাগ বিতরনের পরও অতিরিক্ত এক টন চাল নিয়ে ঘোলাটে সৃষ্টি হওযায় ঈদের আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন তা জব্দ করে গুদাম সিলগালা করে দেন।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী জানায়, উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ইটাকুমারী ইউনিয়নে ঈদ উপলক্ষে প্রায় ৪ হাজার ৬০০ হতদরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়। গত রোববার থেকে বুধবার পর্যন্ত সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি স্থলে ৮ কেজি করে বিতরণ সম্পন্ন করেন ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান। কাগজে কলমে শতভাগ বিতরণ দেখানো হলেও কালোবাজারে বিক্রির জন্য ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান ৫০ কেজি ওজনের ২০ বস্তা চাল ওই গোডাউনে মজুত করে রাখেন।
পরে বিষয়টি জানাজানি হলে চেয়ারম্যান চাল গুলো জি আর (খয়রাতি সাহায্যে) এর চাল বলে দাবি করলেও উপজেলা খাদ্য গুদাম থেকে জি আর এর চাল দেয়া হয়নি বলে জানান ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোছাঃ আকলিমা আক্তার। পরে চালগুলো কালোবাজারে বিক্রির আশঙ্কা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল আরেফীন ঈদের আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় সরেজমিনে গিয়ে চাল মজুদের সত্যতা পান। এ সময় তিনি ২০ বস্তা চাল (এক টন) জব্দসহ ইউপি ভবনের গোডাউন সিলগালা করে দেন।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেনের যোগসাজসে ইউপি চেয়ারম্যান সুবিধাভোগীদের মাঝে নামমাত্র ভিজিএফের চাল বিতরণ করেন। অবশিষ্ট চাল কালোবাজারে বিক্রি করে আত্মসাতের উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদের গোডাউনে মজুত করে রাখেন।
ওই ইউনিয়নের সুবিধাভোগী কালিগঞ্জ এলাকার আয়নাল হক বলেন, জনপ্রতি ১০ কেজি চাল বিতরণের কথা থাকলেও চেয়ারম্যান ৮ কেজি বিতরণ করেছেন। সেই চালও পচা ও দুর্গন্ধ যুক্ত।
একই এলাকার হাফিজার রহমান বলেন, চেয়ারম্যান শতভাগ বিতরণ দেখানোর পর ইউনিয়ন পরিষদ গোডাউনে চাল থাকার কথা নয়। তিনি অসৎ উদ্দেশ্য এসব চাল সুবিধাভোগীদের মাঝে বিতরণ না করে মজুদ করেছিলেন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান শতভাগ বিতরনের পরও গোডাউনে চাল থাকার কথা স্বীকার করে বলেন, কিছু বেপারী সুবিধাভোগীদের কাছ থেকে স্লীপ কিনেছিল। কিন্তু চাল তোলেনি। সেই স্লীপের মাল গোডাউনে ছিল। তবে মালগুলো বিতরণের আগে আমার শতভাগ বিতরণ দেখানো ভুল হয়েছে।
এ ব্যাপারে ওই ইউপির তদারকি কর্মকর্তা ও সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, চাল বিতরণ ও মজুদে অসঙ্গতি থাকায় গোডাউনে প্রায় একটন চালসহ সিলগালা করে দেওয়া হয়েছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন বলেন, অভিযোগের ভিত্তিতে ইউপি ভবনে গিয়ে এক টন চাল মজুদ পাওয়া যায়। অনিয়ম হয়েছে কিনা তা যাচাই করতেই গোডাউনে তালা দিয়ে রাখা হয়েছে। অফিস খুললে তদন্ত কমিটি গঠন করা হবে।