শতবর্ষের নানা ইতিহাস ঐতিহ্যের একমাত্র সাক্ষী কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার একমাত্র শতউর্ধ্ব প্রবীন মো. শামসুদ্দিন (১২০) বৃহস্পতিবার বিকালে বার্ধক্যজনিত কারণে তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে---রাজিউন)। তিনি উপজেলার জালালপুর ইউনিয়নের ঝাকালিয়া গ্রামের মৃত মো. শফিউল্লাহর পুত্র। এলাকাবাসী সূত্রে জানা যায়, পেশায় একজন কৃষক হলেও ছিলেন একজন সচেতন মানুষ। মাঝে মধ্যে এলাকার স্বজন-নবীনদেরকে কাছে ডেকে স্মৃতির পাতা থেকে নানারকম গল্প শোনাতেন। বিশেষ করে প্রথম বিশ্ব যুদ্ধে তিনি কি দেখেছেন সেই সব গল্প। তাছাড়া দ্বিতীয় বিশ্ব যুদ্ধ, খরা, দুর্বিক্ষ, বন্যা, রাজনৈতিক উত্থান পতনসহ নানা রকম গল্প শোনাতেন তিনি। মো. শামসুদ্দিন ৪ছেলে ৫মেয়ের জনক ছিলেন। এদের মধ্যে বড় ছেলে ও দুই মেয়ে অনেক দিন পূর্বে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে ৩ছেলে ৩ মেয়ে, নাতি নাতনী ও চতুর্থ প্রজন্মের বহু স্বজন রেখে গেছেন। বাদ এশা জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হয়।