করোনা টিকার সর্বনিম্ন বয়স ১৮ বছর করার পরিকল্পনা চলছে। এমনটি জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মো. খুরশীদ আলম।
আজ শুক্রবার (২৩ জুলাই) সকালে মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শনে এসে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মো. খুরশীদ আলম বলেন, 'করোনা টিকার সর্বনিম্ন বয়স ১৮ বছরই করা হবে বলে আলোচনা চলছে। আজ এবিষয়ে আমি যেনেছি, এরপর আমরা আলোচনা করে কীভাবে কি করা যায় তা ভেবে দেখব।'
টিকা নিলে মৃত্যুহার কমবে তাই টিকা নিতে মানুষকে আরও উৎসাহী হওয়ার আহ্বান জানান ডিজি।