টোকিও অলিম্পিক ভিলেজে প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণের হার। নতুন করে তিন অ্যাথলেটসহ ১৯ জন কোভিড পজিটিভ হয়েছেন। এর মধ্য দিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা একশ ছাড়াল।
করোনাভাইরাসের ধাক্কায় এক বছরের জন্যে পিছিয়ে গিয়েছিল টোকিও অলিম্পিক৷ নতুন ঘোষিত তারিখে অলিম্পিক শুরুর সময় যত ঘনিয়ে এসেছে ততই করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে।
টোকিও অলিম্পিকের আয়োজকরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯ জন কোভিড পজিটিভ হয়েছেন। যার মধ্যে আছেন চেক প্রজাতন্ত্রের রোড সাইক্লিস্ট মিশাল শ্লেগেল সহ তিনজন। এ পর্যন্ত ১১জন অ্যাথলেটের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অ্যাথলেটদের বাইরে গেল ২৪ ঘণ্টায় খেলার সঙ্গে যুক্ত দশ ব্যক্তি ও তিন সাংবাদিকও করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্য দিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়াল ১০৬ জনে।