নড়াইলের কালিয়া উপজেলার হামিদুপুর ইউনিয়নের তিন গ্রামের পুরুষ মানুষ পুুলিশি বাঁধায় ঈদে বাড়ি ফিরতে না পেরে মানববন্ধন করেছে। সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার হামিদুপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের মোস্তফা স্টোরের সামনে কালিয়া-খুলনা প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন,্ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম মোহাম্মদ, হাজরাখালী গ্রামের তৈয়েবুর রহমান টিংকু ও নজরুল ইসলাম, মহসিন প্রমূখ।
জানা যায়, উপজেলার হামিদুপুর ইউনিয়নের আধিপথ্য বিস্তারকে কেন্দ্র করে বাড়ি-ঘর ও পরিবার-পরিজন ফেলে পালিয়ে বেড়াচ্ছেন প্রায় অর্ধশত পরিবারের পুরুষ মানুষেরা। দীর্ঘ তিন বছরের অধিক সময় ধরে হাজরাখালী, রামানন্দপুর ও সিলিমপুর গ্রামের এসব পুরুষ মানুষ পালিয়ে বেড়াচ্ছেন বলে ভূক্তভোগীদের অভিযোগ। এ জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের আশু হস্থক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগীরা। ৩নং হামিদুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোহাম্মদ এবং বর্তমান চেয়ারম্যান পলি বেগমের সঙ্গে এলাকায় আধিপথ্য বিস্তার ও তাঁর স্বামী ওই ইউপির চেয়ারম্যান নাহিদ মোল্যা হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এ বিরোধ চলে আসছে। ওই হত্যা মামলায় গোলাম মোহাম্মদসহ তাঁর লোকজন আসামী আছে। তারা আদালত থেকে জামিনে আছেন। ভূক্তভোগীদের আরও অভিযোগ বর্তমান চেয়ারম্যান পলি বেগমসহ তাঁর লোকজন তাদের বাড়িতে যেতে দিচ্ছেন না। ঈদকে সামনে রেখে বাড়িছাড়া পরিবারগুলো নিজ বাড়িতে ফিরতে চাওয়ায় এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
হামিদুপুর ইউনিয়নের চেয়ারম্যান পলি বেগম ও আওয়ামীলীগ নেতা ঠান্ডা মোল্যা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘গোলাম মোহাম্মদসহ তাঁর লোকজন আগামী নির্বাচনকে সামনে রেখে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।’
নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, ‘এ বিষয় সম্পর্কে কেই পুলিশকে অবহিত করেননি। লিখিত বা মৌখিক অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এলাকার শান্তি-শৃঙ্খলা ভঙ্গকারীদের কঠোর হস্তে দমন করা হবে।