কোরবানীর গরু কেনা শেষ। এবার আনুষঙ্গিক সরঞ্জাম কেনাকাটার পালা। আর মাংস কাটার জন্য তেঁতুল গাছের গোল খন্ডের (গোল কাঠ) ব্যাপক কদর বেড়েছে। টেকেরহাট বন্দরসহ রাজৈর - মুকসুদপুর উপজেলার সর্বত্র হাটে বাজারে তেতুল গাছের গোল খন্ড নিয়ে বসেছে মৌসুমী ব্যবসায়িরা। তেতুল গাছ দিয়ে বানানো এ গোল কাঠের উপর রেখে বড় বড় মাংস পিন্ড খন্ড খন্ড বা টুকরা টুকরা করতে সহজ হয়। এ কারনে যারা পশু কোরবানী দেন, তাদের কাছে এ গোল কাঠের ব্যাপক চাহিদা। ঈদের আগে গ্রাম থেকে ব্যবসায়ীরা তেতুল গাছ কিনে এনে কাঠ চেরাই মিলে নিয়ে তা সাইজ করে কেটে আনে। পরে তা বাজারে বিক্রী করে।
টেকেরহাটে মাংস কাটার গোল কাঠ ব্যবসায়ী ওমর আলী জানান, প্রকার ভেদে প্রতিটি গোল কাঠের খন্ডের মূল্য ২০০ থেকে ৪০০ টাকা। গ্রাম এলাকায় এখন তেঁতুল গাছ আগের মতো পাওয়া যায় না। এজন্য প্রতি বছরই এই কাঠের দাম বাড়ছে। রাজৈর ও মুকসুদপুর উপজেলা থেকে তেতুল কাঠ প্রতিবছর কোরবানী ঈদের আগে দেশের বিভিন্ন এলাকাতেও চলে যায়। এক সময় এই উপজেলার প্রতিটি গ্রামে প্রচুর তেতুল গাছ ছিল। কিন্তু এর চাহিদা বৃদ্ধির কারণে বিক্রি হতে হতে গ্রাম এলাকা থেকে এখন তেতুল গাছ প্রায় উধাও হয়ে গেছে। এখন নতুন করে আর কেউ তেতুল গাছ রোপনে উৎসাহিত হচ্ছেন না।