রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে করোনা কালীন চলমান লকডাউনে বেকার হয়ে পড়া ৩শ’ শ্রমিক ও ৫০জন মাদ্্রাসা শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল রোববার উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩শ’ শ্রমিক এবং টুকুরিয়া দুধিয়াবাড়ী মাদ্্রাসা ও এতিমখানার ৫০জন শির্ক্ষাথীদের প্রত্যোককে ১০কেজি চাউল ও ৫ কেজি আলু বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান মন্ডল, শ্রমিকলীগ পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।