আগামী কাল ২০জুলাই মঙ্গলবার দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উৎসব পালিত হবে। প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সাথে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশস্থ শাহ সুফি জাহাঙ্গীরিয়া মমতাজিয়া দরবার শরীফের অনুসারী ঈদুল আজহার নামাজ আদায় করে পশু কোরবানি দেবেন। এ উপলক্ষে ওইদিন মঙ্গলবার সকাল ৮টার সময় দরবার শরীফের মাঠ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে পীরজাদা আলহাজ¦ শাহ সুফি মোহাম্মদ আলী (ম.জ.আ.)র ঈমামতিতে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ও কাঞ্চননগর ,জোয়ারা,সাতবাড়িয়া ,বরমা বাইনজুরী, বরকলসহ দক্ষিণ চট্টগ্রামের ৬০গ্রামে পৃথক ঈদুল আজহা নামাজ শেষে পশু কোরবানি দিয়ে ঈদ উৎসব পালন করা হবে বলে দরবারের সাহেবজাদা মওলানা মতিমিয়া মনসর জানিয়েছেন।