গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ মোতাহার হোসেন মোল্লা ও আলম আহমেদের যৌথ উদ্যোগে স্থানীয় ৬ হাজার দুঃস্থ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশের প্রথম এর্টুণী জেনারেল ফকির সাহাবুদ্দিনের ঘাগটিয়াস্থ বাড়ি আঙ্গিনায় শনিবার (১৭ জুলাই) দুপুরে ঈদ সামগ্রী বিতরণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা শিল্পপতি আলম আহমেদ।
কাপাসিয়া উপজেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান আঙ্গুরের সভাপতিত্বে ও মোহাম্মদ আসাদুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রশিদ সরকার। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ মোতাহার হোসেন মোল্লা ও আলম আহমেদের যৌথ উদ্যোগে কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নে সাবেক কৃষকলীগ ও দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সমন্বয়ে সামর্থ্যহীন ৬ হাজার দুঃস্থ অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রায় ৩২ লাখ টাকার ঈদ সামগ্রীর ৬ হাজার প্যাকেটে ছিল পোলার চাল, চিনি, ডাল, সেমাই, দুধ ও তেল।