গাজীপুরের টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার দুপুরে চেরাগআলীস্থ টোকিও টাওয়ারে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে এম.এ লতিফ সভাপতি ও শাহাদাত হোসেন কাজল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। ২৫ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি বিকাশ আচার্য্য, মোশারফ হোসেন, মামুনুর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, যুগ্ম-সম্পাদক নাসির উদ্দিন বুলবুল, আবু সাঈদ দেওয়ান, সহ-সাধারণ সম্পাদক রওশন আলী, হালিম খান, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মাস্টার, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক নূরুল ইসলাম নুরু এবং সদস্য পদে নির্বাচিত হয়েছেন খোরশেদ আলম, সামসুল হক ও আবু তাহের। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আবদুর রাজ্জাক ও মোকাদ্দেছ আলী বাচ্চু।