ফরিদপুরে গত ২৪ ঘন্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জনের করোনা সনাক্ত ছিল, বাকি পাঁচজন ছিল সন্দেহজনক। গত ২৪ ঘন্টায় ফরিদপুরে আরও ৩০৫ জনের করোনা সনাক্ত হয়েছে। এর ফলে ফরিদপুরে করোনা সনাক্তের সংখ্যা ১৫ হাজার ৬৬৭ জন।
ফরিদপুরে করোনা সনাক্ত হয়ে যে ১৬ জন মারা গেছেন তার মধ্যে ফরিদপুরের ১১জন, রাজবাড়ী ও মাদারীপুরে দুইজন করে এবং গোপালগঞ্জের একজন।
ফরিদপুরে করোনা সনাক্ত হয়ে মারা গেছেন ফরিদপুর সদরের আবদুল গণি মিয়া (৬০), শহরের খাবাসপুর এলাকার আমেনা বেগম (৬৫), পূর্ব খাবাসপুর এলাকার শম্পা (৪৫), পশ্চিম খাবাসপুর এলাকার আতিকুল রহমান (৫১), সদরের বিনোকদিয়ার আমেনা খাতুন (৭০), সদরের খলিলপুরের আনন্দ সাহা (৫০), ভাঙ্গা উপজেলার এ হান্নান (৫৯) ও সিদ্দিক মিয়া (৬৭), নগরকান্দার কানাই লাল গোষ (৭০) এবং সদরপুরের নাজমা খাতুন (৭০) ও সালথার প্রিয়া বেগম (৪৫)।
এছাগা মারা গেছে রাজবাড়ী সদরের রিক্তা (২৫) ও পাংশার মো. আব্দুল্লাহ (৫৫), মাদারীপুর সদরের লোকমান সর্দার (৬৫) ও রাজৈর উপজেলার ভারতী অধিকারী (৭৫) এবং গোপালগঝঞ্জর মুকসুদপুরের আসিয়া বেগম (৬০)।
গত ২৪ ঘন্টায় ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যব ও ঢাকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ফরিদপুরের মোট ৯৬০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা সনাক্ত হয় ৩০৫ জানের। সনাক্তের হার ৩২ দশমিক ৭৭।
ফরিদপুরে নতুন করে যে ৩০৫ জনের করোনা সনাক্ত হয়েছে তার মধ্যে আলফাডাঙ্গায় ১০, ভাঙ্গায় ৩৭, বোয়ালমারীতে ২৫, নগরকান্দায় ২৭, মধুখালীতে ২২, সদরপুরে ১৭, চরভদ্রাসনে ৪০, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ১০৪ জন।
গত ২৪ ঘন্টায় ফরিদপুরে ৯৬০টি নমুনা পরীক্ষা করে করোনা সনাক্ত হয়েছে ৩০৫ জনের। সনাক্তর হার ৩১ দশমিক ৭৭ ভাগ।
ফরিদপুর ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছে ৪০৬ জন। এর মধ্যে করোনা সনাক্ত রোগী আছেন ২৯৩জন। এ পর্যন্ত এ হাসপাতালে করোনা সনাক্ত হয়ে মারা গেছেন ৩০৯ জন।