জমছে না জমছে না করে হঠাৎ ঝিনাইদহ কালীগঞ্জে কোরবানির পশুর হাট জমে জমে উঠেছে। ছুটির দিন শুক্রবার ও শনিবার জমজমাট বিকিকিনি কালীগঞ্জ এলাকার পশুর হাটগুলো। পুরোদমে চলছে বেচাকেনা। পশুর হাটে ভিড় করছেন ক্রেতারা। অনেকে ইতোমধ্যেই কিনে নিয়ে গেছেন পছন্দের গরু,ছাগল। কালীগঞ্জ নতুন বাজার পশুর হাটে শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বাজারে পশুর কোনো কমতি নেই। চাহিদা মোতাবেক পশু রয়েছে হাটে। তবে দাম এখনও চড়া বলে জানান ক্রেতারা। ৮০/৯০ হাজার টাকার কমে কোনো গরু পাওয়া যাচ্ছে না। এ কারণে অনেকে অপেক্ষা করে আছেন দাম কমার।
কালীগঞ্জ উপজেলায় বৃহত্তম পশুর হাট রয়েঢছে গাজির বাজার, বারবাজার ও কালীগঞ্জ নতুন বাজারে ৩টি স্থায়ী পশুর হাট বসে থাকে সানা বছরই। বিভিন্ন এলাকা থেকে আসা বেশির ভাগ গরু এ ৩টি হাটেই তোলা হয়েছে। পশুর হাট ঘুরে দেখা যায় ক্রেতারা বাজারে ঘুরছেন। একটির পর একটি গরু দেখছেন। পছন্দ করছেন, কেউ কিনছেন আর কেউ না কিনে ফিরে যাচ্ছেন। হাটের ভেতরে কোনো ধরনের জায়গা নেই। হাটের শুরু থেকে শেষ পর্যন্ত গবাদি পশুতে ঠাসা। প্রবেশ মুখেও রাখা হয়েছে গরু,ছাগল। বাজারের ভেতরে সারি সারি গরু দাঁড় করিয়ে রাখা হয়েছে। পাশাপাশি রয়েছে অসংখ্য ছাগল। হাটে ক্রেতাদের ভিড়ও কয়েকগুণ বেশি দেখা গেছে। বেচাকেনাও বেশ জমজমাট। দূর দুরান্ত থেকে আসা পশুবাহী ট্রাক রাস্তার পাশে দাঁড় করিয়ে গরু নামানো হচ্ছে আবার কেউ ইঞ্জিন চালিত গাড়িতে গরু এনে দুত নামিয়ে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। এখানেও দেখা গেছে গরু ভর্তি বাজার। পুরো হাট কানায় কানায় পূর্ণ। একদিকে ছাগল রাখা হয়েছে। বাকি অংশে রয়েছে গরু। সকাল থেকেই ক্রেতারা দরদাম করার পাশাপাশি কিনেও নিয়ে যাচ্ছেন। অনেক ব্যাপারিরা হাটে এস গরু ,ছাগল কিনে ট্রাক ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাচ্ছে। বিক্রেতারা জানান, মাঝারি গরুর চাহিদাই বেশি। বড় গরুর দরদাম হলেও বিক্রি হচ্ছে কম। যা বিকিকিনি হয়েছে তার বেশির ভাগই মাঝারি। কয়েকটা ছোট। ৮০ থেকে ৯০ হাজার টাকা দামের গরুর বিকিকিনি চলছে বেশি। এসব হাটের মালিকরা বলছেন চাহিদা মোতাবেক গর-ছাগল রয়েছে। কোন ধরনের ঘাটতি নেই। দামও খুব একটা বেশি নয়।
আসন্ন ঈদুল আজহা কে সামনে রেখে কালীগঞ্জ পশুর হাট পুরোপুরি কেনাবেচা চলছে। ১৪ দিন লকডাউনের পর প্রশাসন স্থানীয় খামারীরা পশুহাটে পশু আনতে শুরু করেছে।
সোমবার ও শুক্রবার সাপ্তাহিক দুই দিন বসে কালীগঞ্জের নতুন বাজারে পশুর হাট। শনিবার ও মঙ্গলবার গাজির বাজার, ও বারবাজার কোরবানির পশুর হাটে দুরদুরান্ত থেকে ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে যা চোখে পড়ার মত। এই পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে ক্রেতা বিক্রেতা দের পশুহাটে প্রবেশ করানো হচ্ছে।
পশুহাটে আলাপ হয় খামারি আবদুর রশিদ এর সাথে তিনি জানান, তার তিন বছর বয়সের একটি ষাড় গরু বাজারে এনেছেন। ২ লক্ষ টাকায় বিক্রি করবেন বলে ইচ্ছে প্রকাশ করেছেন। কিন্তু কোনো ক্রেতার সাক্ষাৎ মেলেনি ,কোটচাঁদপুর উপজেলা থেকে আসা হোসেন আহাম্মদ জানান, তিনি কোরবানীর জন্য গরু দেখতে এসেছেন দামে পোষালে আজই কিনবেন। তবে এই হাটে পশুর দাম একটু বেশী চাওয়া হচ্ছে।
নতুন বাজার পশুর হাটের ইজারাদার সাখাওয়াত হোসেন বলেন, ক্রেতা-বিক্রেতার সুবিধার্থে আমাদের হার্ট কমিটির পক্ষ থেকে বিশেষ ভাবে নজরদারি রাখা হচ্ছে যাতে করে কোনো ছিনতাইয়ের ঘটনা না ঘটে, গরু, ছাগল ও কেনা-কাটায় কোন সমস্যা নেই।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন জানান, কালীগঞ্জে অবস্থিত নির্দিষ্ট ৩টি পশুহাট ব্যতীত নতুন কোনো পশুহাট বসানো যাবেনা। পাশাপাশি রাস্তার উপর কোনো পশুহাট থাকলেও তা বসানো যাবেনা। এ ছাড়া অবশ্যই নিরাপদ দুরত্বে থেকে মাস্ক পরিধান করে সবাইকে পশুহাটে আসতে হবে। প্রতি হাটে মোবাইল কোর্ট যাবে আইন অমান্য করলে তাকে জরিমানার আওতায় আনা হবে।
প্রানী সম্পদ অফিসের দেওয়া তথ্য মতে, ঝিনাইদহের ৬টি উপজেলায় ৭৯ হাজার ১৭৫ টি গরু ও ৫২ হাজার ৩২৮ টি ছাগল কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। জেলায় গত বছর কোরবানি দেওয়া হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪০২ টি।