চীনের শিনজিয়াং অঞ্চল থেকে আমদানি বন্ধে যুক্তরাষ্ট্রের সিনেটে বিল পাস হয়েছে। উইঘুর ও মুসলিম গোষ্ঠীগুলোর ওপর চীনের নির্যাতনের শাস্তি হিসেবে এই আইন করছে দেশটি। এই বিল এখন হাউজ অব রিপ্রেজেনটেটিভসে পাস করতে হবে। কংগ্রেসের দুই কক্ষে বিল পাস হওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন তাতে সই করলেই আইনে পরিণত হবে বিলটি। ‘উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট’ বুধবার সেনেটে পেশ করেন রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও এবং ডেমোক্র্যাটিক সিনেটর জেফ মার্কেলে। হাউজে বিলটি পাসে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। এর আগে যুক্তরাষ্ট্র শিনজিয়াং থেকে তুলা ও টমেটো আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। চীনের ৮৫ শতাংশ তুলা উৎপাদন হয় শিনজিয়াংয়ে, যা পৃথিবীর পঞ্চম বৃহৎ তুলা উৎপাদনের স্থান।