জানুয়ারির পর একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। একদিনে দেশটিতে এই ভাইরাসে শনাক্ত ছাড়িয়েছে ৪৮ হাজারের বেশি। অন্যদিকে ডেল্টা ধরনে আফ্রিকায় এক সপ্তাহের মধ্যে করোনায় মৃত্যু বেড়েছে অন্তত ৪৩ শতাংশ। তবে করোনা থেকে সেরে উঠার পর লং কোভিডে ভোগা ব্যক্তিদের মধ্যে ২শ'র বেশি উপসর্গ দেখা যেতে পারে। এর মধ্যে এক তৃতীয়াংশ উপসর্গ থাকে করোনা থেকে সেরে উঠার ৬ মাস পর্যন্ত। ল্যানসেট জার্নালে প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে। এদিকে ইন্দোনেশিয়ায় একদিনে করনোভাইরাস শনাক্ত হয়েছে রেকর্ড ৫৬ হাজার ৭শর বেশি মানুষের মধ্যে। দেশটিতে এই ভাইরাসে একদিনে মৃত্যু হয়েছে ৯শ' ৮২ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।