সৌদি আরবে হজের আগে ভুয়া করোনা রিপোর্ট ও ভ্যাকসিন সার্টিফিকেট সরবরাহকারী ১শ ২০ সদস্যের একটি চক্রকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৯ কর্মী রয়েছে। তারা এরইমধ্যে দোষ স্বীকার করেছে। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে গ্রাহক সংগ্রহ করতো। সংক্রমণের অবস্থা বা টিকা নেয়ার তথ্য পরিবর্তন করে রিপোর্ট দেয়ার কাজ করত চক্রটি। এ কাজে মধ্যস্থতা করতো ৯ সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরত ১২ জন বিদেশি। এছাড়া এসব সেবা নেয়া ৭৬ জন সৌদি নাগরিক ও ১৬ জন বিদেশিকেও আটক করেছে পুলিশ। আগামী কাল থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা। চলতি বছর শুধু সৌদি আরবে বসবাসরত ৬০ হাজার টিকা নেয়া ব্যক্তি হজে অংশ নিতে পারবেন। এ ছাড়া আগস্ট মাস থেকে সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্রে প্রবেশ ও গণপরিবহণ ব্যবহার এবং কর্মক্ষেত্রে ফেরার ক্ষেত্রেও টিকা বাধ্যতামূলক করা হয়েছে।