সরকার গঠনে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছেন লেবাননের মনোনীত প্রধানমন্ত্রী সাদ হারিরি। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বাবদা প্যালেসে সংক্ষিপ্ত এক বৈঠকের পর পদত্যাগের ঘোষণা দেন তিনি। হারিরি জানান, প্রেসিডেন্ট আউনের সঙ্গে বেশ কিছু বিষয়ে তার মতপার্থক্য রয়েছে। সেসব বিষয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব না হওয়ায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দেশটির গণমাধ্যমের সঙ্গে আলোচনায় হারিরি বলেন, অর্থনীতি পুনরুদ্ধারে যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করলেও প্রেসিডেন্ট তাতে সায় দেননি। এ সময় তিনি অভিযোগ করেন, হিজবুল্লাহ সমর্থিত আউন সরকার দেশকে কোনভাবেই রক্ষা করতে পারবে না। তবে এক বিবৃতিতে প্রেসিডেন্ট আউন জানিয়েছেন, তার সঙ্গে বৈঠকের আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন হারিরি। এদিকে, পদত্যাগের পরই দেশজুড়ে বিক্ষোভে নেমেছেন হারিরির সমর্থকরা। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে বেশ কিছু জায়গায়। মুদ্রা বাজারে দেখা দিয়েছে অস্থিরতা।