মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদারের ১৩তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার ১৬জুলাই সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচির আয়োজন করে। দিনভর কোরআন খানি,মিলাদ মাহফিল,স্মরণসভা,খাদ্য বিতরণ করা হয়।
ঐদিন সকালে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রয়াত অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার এর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ ব্যাবস্থাপনায় অসহায়,দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী এবং উপজেলা প্রশাসন কর্তৃক শিশুখাদ্য বিতরণ করা হয়। এ সময় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদারের সুযোগ্য পুত্র তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ছানোয়ার হোসেন বাদশা ও পৌরসভার মেয়র মনির উদ্দিন সহ দর্লীয় বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আপোষহীন এই নেতার ত্রয়োদশ তম মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় এক ভাচুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে আওয়ামী লীগ ও ১৪দলের প্রধান সমন্বয়ক প্রবীণ নেতা আমির হোসেন আমু, বিশেষ অতিধি হিসাবে যুক্ত থাকবেন,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিড়িয়াম সদস্য,কৃষিমন্ত্রী ড.আব্দুর রজ্জাক এমপি,সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি,ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি,মরহুমে সুযোগ্য সন্তান,তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি,সাবেক তথ্য ও সাংস্কুতি মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি,জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকিবিল্লাহ,সাধারণ সম্পাদক,জেলা পরিষদ চেয়ারম্যান,ফারুক আহাম্মদ চৌধুরী,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^ বিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড.এ এইম এম মোস্তাফিজুর রহমান,ঢাকা বিশ^বিদ্যালয়ের ডিন,প্রফেসর ড. মুহাম্মদ সামাদ,সরিষাবাড়িী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা,সাধারণ সম্পাদক উপাধ্যাক্ষ হারুন অর রশিদ প্রমুখ যুক্ত হন।
জানাযায়, ১৯৩৪ সালের ১ নভেম্বর ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গ প্রদেশের ময়মনসিংহ জেলা জামালপুর মহকুমার সরিষাবাড়িতে সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব কাল থেকে তিনি মেধাবী ছিলেন তিনি। তিনি ১৯৫৬ সাল থেকে ১৯৫৯ সাল পর্যন্ত জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলেন। ১৯৫৯ সালে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী রাজনীতিতে সক্রিয় হন। বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে ১৯৬৯ সালে দেশব্যাপী গণ-আন্দোলন ছড়িয়ে পড়লে তিনি বঙ্গবন্ধুর মুক্তি আন্দোলনে নেতৃত্ব দেন। পরে বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে জামালপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। ১৯৭৭ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দীর্ঘ সময় জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি। প্রয়াত আপোষহীন এই নেতা আওয়ামী রাজনীতির চরম দু:সময়ে সামরিক বাহিনীর রক্তচক্ষুর ভয়ে তিনি কখনও ভীত ছিলেন না। স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্রিডম পার্টির নৈরাজ্য, জামাত-শিবির ও বিএনপি’র সন্ত্রাস বিরোধী কর্মকা- প্রতিহত করাসহ দলের সকল কর্মকান্ডেই তিনি একজন অগ্রাণী ভূমিকা পালন করেন।
সৎ যোগ্য নির্লোভ এই নেতা দলীয় পদবী ব্যবহার করে অনৈতিক কোন সুবিধা কখনও নেননি। তিনি আইন পেশায় নিয়োজিত থেকে সততা ,দক্ষতা, ও অসিম সাহসিকতার সাথে মাথা উঁচু করে আওয়ামী রাজনীতির শানিত করার জন্য আজীবন কাজ করে গেছেন। পরবর্তি তিনি ২০০৮ সালের এই দিনে প্রয়াত হন। তাঁর ত্রয়োদশতম মৃত্যু বার্ষিকীতে বিদেহী আত্মার শান্তি কামনা করে গভীর শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করছি।