আফগান নিরাপত্তাবাহিনী ও তালেবানের মধ্য সংঘর্ষে পুলিৎজার পুরস্কার পাওয়া ভারতীয় ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকী আফগানিস্তানে নিহত হয়েছেন। ভারতে নিয়োজিত আফগানিস্তানের রাষ্ট্রদূত ফরিদ মামুনজাই এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ শুক্রবার (১৬ জুলাই) এ ঘটনা ঘটে। ঘটনার সময় দানিশ সিদ্দিকী কান্দাহার অঞ্চলে আফগান নিরাপত্তাবাহিনী বিশেষ একটি টিমের সাথে কাজ করছিলেন। বিবিসি'র এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
দানিশ সিদ্দিকী রয়টার্সের ভারতীয় প্রধান ফটোসাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। সংঘর্ষে কতজন নিহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষনিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে দক্ষিণাঞ্চলীয় কান্দাহারের প্রাদেশিক রাজধানী থেকে তালেবান জঙ্গিদের নির্মূলে অভিযান শুরু করে আফগান বিশেষ বাহিনী। এই কান্দাহারেই ৯০ এর দশকের শুরুতে জন্ম নেয় তালেবান। এরপর ২০০১ সালে মার্কিন সেনাদের সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত হয় তালেবান। প্রায় ২০ বছর ধরে চলমান আফগান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট এবং তালেবানের মধ্যে শান্তি চুক্তির ফলে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন এবং ন্যাটো সেনাদের প্রত্যাহার করে নেয়া হবে। এরইমধ্যে প্রায় বেশিরভাগ মার্কিন সেনাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। এরপরই মূলত ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে আফগানিস্তান পরিস্থিতি। বিদেশি বাহিনীর অনুপস্থিতিতে আফগান বাহিনীর দুর্বলতা দিনদিনই স্পষ্ট হয়ে উঠছে। আফগানিস্তানের বিভিন্ন এলাকা একের পর এক দখল করে নিচ্ছে তালেবান।