জামালপুরের সরিষাবাড়িতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য,জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মতিয়ার রহমান তালুকদারের ১৩ তম মৃত্যু বার্ষিকী শুক্রবার পালিত হয়। দিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, মরহুমের প্রতি কৃতিতে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা, সকাল ১১ টায় কবর জিয়ারত,মিলাদ মাহফিল ও মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের তথ্য প্রতিমন্ত্রী ও মরহুমের সুযোগ্য পুত্র আলহাজ¦ ডাঃ মুরাদ হাসান এমপি,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশীদসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।