করোনায় হটস্পষ্ট এখন পুরো বাংলাদেশ। প্রতিদিন মানুষ মরছে আর আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে। বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর তালিকায় বাংলাদেশ এখন টপ টেনের ১০ নাম্বারে। লাগাতার সর্বাত্মক লকডাউন চলছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে। কিন্তু মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হচ্ছে না। নানা ছুতোয় তারা ঘরের বাইরে আসছে পথে পথে জটলা সৃষ্টি করছে। এমনকি স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও তাদের অনীহা। এমন পরিস্থিতির মধ্যে লাগাতার লকডাউনের মধ্যে ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লকডাউন শিথিল করা হয়েছে। ২৩ জুলাই থেকে ৫ ই আগস্ট পর্যন্ত আবারো সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। যদিও পূর্বঘোষণা অনুযায়ী ১৪ জুলাই সর্বাত্মক লকডাউন শেষ হবার কথা ছিল। ওই লকডাউনে শিল্প কারখানা খোলা থাকলেও নতুন ঘোষিত লকডাউনে শিল্প কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।।
এবার ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর দুই সিটি কর্পোরেশনে মোট ১৯ টি স্থানে অস্থায়ী পশুর হাট বসার ব্যবস্থা করেছে। হাটগুলো চলবে ১৭ জুলাই থেকে ২১ জুলাই ঈদুল আযহার দিন পর্যন্ত। দক্ষিণ সিটির এলাকায় ১০টি এবং উত্তর সিটির এলাকায় ৯টি হাটে স্বাস্থ্যবিধি মেনে এক পথে প্রবেশ এবং অন্য পথে বেরুবার শর্তে এমন অস্থায়ী হাট পরিচালনার কথা বলা হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে অনলাইনে পশু কেনাবেচার কথা। কিন্তু জনগণ অনলাইনের ব্যাপারে ততটা আগ্রহী নয়। তবে এবার পশুর দাম কেমন হবে তা নিয়ে ক্রেতা ও খামারি বিক্রেতাদের মধ্যে নানা হিসাব-নিকাশ চলছে। লাগাতার লকডাউনের ফলে সবারই পকেটের অবস্থা সংকুচিত। সেখানে কে কতটা খরচ করতে পারবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। আর খামারি তার পশু বিক্রি করে ঘরে লাভের টাকা তুলতে পারবে না ক্ষতির হিসেব করতে হবে তা নিয়ে তটস্থ।
লকডাউন শিথিল করায় রাজধানী থেকে মানুষ আপনজনের সাথে ঈদ করার জন্য গ্রামের বাড়িতে ছুটছেন। কোনভাবে যেতে পারলেও ঈদের পরদিনই আবার কি করে রাজধানীতে ফিরবেন তা বিবেচনা করছেন না কেউ। আসতে পারবেন না মনে হয়, লকডাউনে গ্রামের বাড়ি তেই থেকে যাবেন। একবার ভাবছেন না তাদের এ যাতায়াতে গ্রামের আপনজনও করোনায় আক্রান্ত হতে পারেন। সারাদেশে যে অবস্থা তাতে হাসপাতালগুলোয় করোনা রোগী টুইটম্বুর অবস্থায়। এর মধ্যে পরিস্থিতির অবনতি হলে চিকিৎসা দিয়ে কিভাবে তাদের সুস্থ করা সম্ভব হবে তা ভাবছেন না কেউ। নিজেদের ভালো রাখতে সচেতনতা জরুরি সবার।
লকডাউন শিথিলতার মধ্যে ট্রেনসহ গণপরিবহন চলবে। খোলা থাকবে শপিং মল। করোনার চলমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় মানুষের ঘর থেকে বেরোনো উচিত নয় নিজেকে সংক্রমণের হাত থেকে রক্ষার জন্য। কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় আনন্দ উৎসব ঈদুল আযহার কথা চিন্তা করে সরকার এ ক্ষেত্রে শিথিলতা দেখাচ্ছে। ফলে জনগণের উচিত নিজেদের নিরাপত্তা ও পরিবারকে সুরক্ষিত করতে দায়িত্ব সচেতনতার পরিচয় দেয়া। মাস্ক পরা, নিরাপদ দূরত্ব বজায় রাখা, করোনা উপসর্গ যাদের মধ্যে রয়েছে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা। কিন্তু বাস্তবতা হচ্ছে লকডাউন শিথিলতার ঘোষণা আসার সাথে সাথে মানুষ পঙ্গপালের মতো ঘর থেকে বেরিয়ে এসেছে। পথে ঘাটে জনজট আর যানজট সৃষ্টি করছে। তা কোনো সচেতন মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। এহেনো পরিস্থিতিতে ঈদের পরে সংক্রমণ বাড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।