রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবে গত বুধবার সন্ধ্যায় আজীবন সদস্যের মর্যাদাপ্রাপ্ত উপদেষ্টাদের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল,উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড: আজিজুর রহমান রাঙ্গা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন,পৌর মেয়র ও উপজেলা আ.লীগের সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, আ.লীগ নেতা মোঃ নুরুল আমীন রাজা,শাহজাহান আলী প্রধান,পীরগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ্যাড: কাজী লুমুম্বা লুমু,পীরগঞ্জ সরকারি রউফ কলেজের সাবেক উপাধ্যক্ষ শহিদুল ইসলাম পাশা,কসিমন নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম মান্নু,শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আ স ম রফিকুল ইসলাম,উপজেলা জাসদ সভাপতি মীর মোহাম্মদ আলী মানিক,প্রবীন সাংবাদিক আব্দুল্লাহীল বাকী বাবলু,প্রেসক্লাবের সাধারন সম্পাদক এ টি এম মাজহারুল আলম মিলন,সাংবাদিক কামরুল হাসান জুয়েল ও হাসান আলী প্রধান প্রমুখ। সভায় প্রেসক্লাবের উন্নয়ন ও নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা করা হয়। এতে প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।