জামালপুরের বকশীগঞ্জে স্বপ্না বেগম (২৪) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের বিনোদেরচর এলাকায় শশুর বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। স্বপ্না বেগম ওই এলাকার মিজান আলীর স্ত্রী ও শ্রীবরদী উপজেলার খাটিয়াডাঙ্গা এলাকার সজল হকের মেয়ে। এই ঘটনায় সৎ শাশুড়ী মলিনা বেগম (৫০)কে আটক করেছে পুলিশ। ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছে স্বামী মিজান আলী (২৮) ও আপন শাশুড়ী মরজিনা বেগম (৪৮)।
জানা যায়,গত প্রায় ৫ বছর আগে বকশীগঞ্জের বিনোদেরচর গ্রামের তোফাজ্জল হকের ছেলে ভ্যান চালক মিজানের সাথে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খাটিয়াডাঙ্গা এলাকার সজল হকের মেয়ে স্বপ্না বেগমের বিয়ে হয়। বিয়ের পর স্বপ্নাকে প্রায়ই নির্যাতন চালাতো মিজান। বৃহস্পতিবার সকালে গৃহবধুর স্বপ্নার লাশ দেখে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার ও সৎ শাশুড়ী মলিনা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে নিহত স্বপ্নার চাচা খোরশেদ আলম জানান,বৃহস্পতিবার সকালে ফোনের মাধ্যমে স্বপ্না আত্বহত্যা করেছে বলে জানায় তার স্বামী মিজান। খবর পেয়ে আমরা বিনোদেরচর এলাকায় আসি। এসে দেখি স্বপ্নার লাশ পড়ে রয়েছে ঘরের মেঝেতে। তার স্বামী মিজান ও আপন শাশুড়ী পালিয়েছে। আসলে আমার ভাতিজি স্বপ্না বেগম আত্বহত্যা করেনি। তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম স¤্রাট জানান,গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সৎ শাশুড়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।