নোয়াখালীর সেনবাগে করোনা উপসর্গ নিয়ে মোঃ জিয়াউল হক জিয়া (৬১) নামে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগর সভাপতি মৃতু হয়েছে। বৃহস্পতিবার (১৪ জৃলাই) ভোর সাড়ে ৩টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগান পরিবারের সদস্যদেও বরাত দিয়ে জানান, জিয়াউল হক জিয়া গত ৩/৪দিন থেকে জ¦র,গলা ব্যাথা ও ঠা-াজনিত রোগ নিয়ে গত (১৩ জুলাই) দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি হন। বুধবার রাতে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ভোর রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে তার মুত্যু হয়। সকাল ১১টার দিকে স্বাস্থ্য বিধি মেনে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে।মৃত্যুকলে তিনি স্ত্রী, দুই ছেলে ও মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
এ ব্যাপারে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ইউএইচএফপিও) ডা.মতিউর রহমান জানান, আমি স্থানীয় সূত্রে জানতে পারি তিনি করোনা উপসর্গ নিয়ে পাশ্ববর্তী দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ ভর্তি ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তধর মৃত্যু হয়েছে। দাফন শেষে তার পরিবারের সবাইকে করোনা টেস্ট করার কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় আরও ১৯৭জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সেনবাগে আক্রান্ত হয়েছে ১৯ জন। অপরদিকে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩৩৬জন। জেলায় করোনায় সর্বমোট ১৬০ জনের মৃত্যু হয়েছে।